২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম ফিলিস্তিনি পতাকার রঙের একটি ব্লাউজ পরে আসায় সংসদ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে নেদারল্যান্ডসের অ্যানিমেলস পার্টির (পিভিডিডি) নেত্রী ডাচ এমপি এস্থার ওউহেহ্যান্ডকে। বৃহস্পতিবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বাজেট বিতর্কের সময় এই ঘটনা ঘটে। অতি-ডানপন্থী পিভিভি দলের স্পিকার মার্টিন বোসমা যুক্তি দেখান, এমপিদের নিরপেক্ষ পোশাক পরা উচিত। যদিও তিনি প্রথমে তাকে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু অন্যান্য দলের নেতাদের আপত্তির কারণে তিনি নিয়মটি প্রয়োগ করতে বাধ্য হন। ওউহেহ্যান্ড নিয়ম মানতে অস্বীকার করেন এবং বোসমার সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, যদি তিনি কোনো নিয়ম ভঙ্গ করে থাকেন, তবে যেন তাকে অপসারণ করা হয়। এরপর তিনি প্রতিবাদ করে কক্ষ ত্যাগ করেন। পরবর্তীতে তিনি ফিলিস্তিনি সংহতির আরেকটি প্রতীক, তরমুজের ডিজাইনের ব্লাউজ পরে...