প্রিমিয়ার লিগ মৌসুমে টানা জয়ে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখলো লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। ম্যাচের ১০ মিনিটেই দারুণ এক ভলিতে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্র্যাভেনবার্খ। অ্যালেক্সান্ডার ইসাকের জায়গায় একাদশে সুযোগ পাওয়া হুগো একিটিকের গোলে বিরতিতে স্কোর ২-০ করে স্বাগতিকরা। তবে দুই গোল পিছিয়ে থেকেও ম্যাচে ফেরার লড়াই চালায় এভারটন। ঘণ্টা পেরোতেই দারুণ এক দূরপাল্লার শটে ব্যবধান কমান ইদ্রিসা গেই। শেষ দিকে চাপ সামলেও শেষ...