ঢাকা: ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘নান্দো’ বর্তমানে একটি টাইফুনে পরিণত হয়েছে। ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঝড়টি ক্রমেই শক্তি সঞ্চয় করছে এবং আগামী সোমবার এটি সুপার টাইফুনে রূপ নিতে পারে।এমন আশঙ্কার প্রেক্ষিতে ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) জরুরি নির্দেশনা জারি করেছে। এতে ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসপ্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে।দুর্যোগ মোকাবেলায় জনগণের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে।সরকার জননিরাপত্তা বজায় রাখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে—সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ, ছোট নৌকা ও মাছ ধরার ট্রলার সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখা এবং ঝড়ের সময় মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব নির্দেশনা কঠোরভাবে...