তিন দিন আগে ৭৭ বলে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে তিন অঙ্ক ছুুঁয়েছেন ভারতীয় এই ওপেনার। নারী ওয়ানডেতে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। সেই সঙ্গে নারীদের ওয়ানডেতে ওপেনার হিসেবে সর্বাধিক ১৩ সেঞ্চুরির রেকর্ড গড়লেন মান্ধানা। নারী বিশ্বকাপের প্রস্তুতি সিরিজের তৃতীয় ম্যাচে আজ দিল্লিতে বেথ মুনির ১৩৮ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ৪১২ রান করেছিল। ৫৭ বলে করা মুনির সেঞ্চুরিটি এখন দ্রুততম সেঞ্চুরির তালিকায়ে যৌথভাবে তৃতীয়। ২০১২-১৩ মৌসুমে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে তিন অঙ্ক ছুঁয়ে এ তালিকার শীর্ষে এখনো সাবেক অজি অধিনায়ক মেগ ল্যানিং। জবাবে...