মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মামলা করার চাপে থাকা এক ফেডারেল প্রসিকিউটরকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি এরিক সিবার্ট শুক্রবার কর্মীদের ইমেইল দিয়ে নিজের পদত্যাগের কথা জানান। তবে ট্রাম্প দাবি করেছেন, সিবার্ট পদত্যাগ করেননি, তাকে বরখাস্ত করা হয়েছে। শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ লিখেছেন, ‘আজ আমি এরিক সিবার্টের মনোনয়ন প্রত্যাহার করেছি। তাকে সমর্থন করেছিল ভার্জিনিয়ার দুই ‘দুর্নীতিগ্রস্ত’ ডেমোক্র্যাট সিনেটর। তিনি পদত্যাগ করেননি, আমি বরখাস্ত করেছি!’ পরে ওভাল অফিসে সাংবাদিকদেরও তিনি বলেন, ‘আমি চাই, সে চলে যাক।’ সিবার্টের বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি ট্রাম্পের দুই শীর্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক এফবিআই প্রধান জেমস কোমি এবং নিউইয়র্কের অ্যাটর্নি...