এশিয়া কাপ শেষ হলেই আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুটো সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দুই সিরিজের জন্য আজ দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটি। বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দেওয়া হয়েছে দুই ফরম্যাট থেকেই। টপ-অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল এবং ডানহাতি পেসার মোহাম্মদ সালিম সাফি সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে। পেসার জুটি বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাইকে রাখা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডেই। টি-টোয়েন্টিতে মুজিব উর রহমানকে দলে এবং আল্লাহ মোহাম্মদ গজনফরকে রাখা হয়ে রিজার্ভে। তবে ওয়ানডেতে গজনফর থাকলেও নেই মুজিব। এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষে ছয় মাসের দীর্ঘ বিরতির পর আমরা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। সামনে ঘন ঘন টি-টোয়েন্টি ম্যাচ থাকছে,...