রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আলোচিত প্যানেল ‘আধিপত্য বিরোধী ঐক্য’ থেকে তিনজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। সবশেষ প্যানেলের শীর্ষ তিন পদের একটি সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সাবেক সমন্বয়ক আকিল বিন তালেবও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। সরে দাঁড়ানো অন্য দুজন হলেন- মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ফাহির আমিন এবং সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামিম। তারা প্রত্যেকেই ফেসবুকে পোস্ট দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিনজন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলটির আত্মপ্রকাশ ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সাবেক সমন্বয়কদের ঐক্যকে এই প্যানেলের সবচেয়ে বড় শক্তি হিসেবে আলোচনায় ছিল। তবে ক্যাম্পাসে আলোচনা ও গুঞ্জন রয়েছে, এই প্যানেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিংবা...