ফিলিপাইন সাগরে সৃষ্ট ‘নান্দো’ নামের সামুদ্রিক ঝড়টি সোমবার (২২ সেপ্টেম্বর) ‘সুপার টাইফুনে’ পরিণত হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো। সোমবার সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো। এমন আশঙ্কায় ইতোমধ্যে অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিপাইন নিউজ এজেন্সি।এই অবস্থায় জনগণের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং জীবন রক্ষা করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট মার্কোস নির্দেশে এসব নির্দেশনা জারি করা হয়েছে।ফিলিপাইন নিউজ এজেন্সির তথ্যমতে, টাইফুন আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়ম জারি করেছে। এর...