নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৪–১৮ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারেই সূচক ছিল নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৮৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ কমে ৫ হাজার ৪৪৯.৯৩ পয়েন্টে অবস্থান নেয়। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৮১.২৬ পয়েন্ট বা ১.১৬ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ১৫ হাজার ৩৩৭.৭৭ পয়েন্টে। তবে এমন নেতিবাচক অবস্থায়ও ৭টি কোম্পানি বাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষণ বলছে—এনভয় টেক্সটাইল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), টেকনো ড্রাগস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ক্রাউন সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক ও বিডি ফাইন্যান্স—এই সাতটি প্রতিষ্ঠান সপ্তাহজুড়ে দুই শেয়ারবাজারেই দর বৃদ্ধির তালিকায় জায়গা করে নিয়েছে। সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স করেছে এনভয় টেক্সটাইল। ডিএসইতে সপ্তাহজুড়ে এর দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ১৮.৬৮ শতাংশ, ফলে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৬১ টাকায় এবং তালিকার শীর্ষস্থান...