ফুচকা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তাই বলে ফুচকার জন্য মাঝরাস্তায় বসে কান্নাকাটি! অবাক করা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের গুজরাট রাজ্যের ভদোদারায় এ ঘটনাটি ঘটে। ৬টির বদেলে ৪টি ফুচকা দেওয়ায় ব্যস্ত রাস্তার মাঝে বসে পড়ে প্রতিবাদ জানান এক নারী। নেট দুনিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ভদোদারার সুরসাগর লেক এলাকায় রাস্তা আটকে বসে আছেন এক নারী। তাঁর আশপাশে ভিড় জমে গেছে, বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল। কান্না করতে করতে ওই নারী জানান, ফুচকা বিক্রেতা তাঁকে ঠকিয়েছে। ২০ রুপির বিনিময়ে তাঁর ছয়টি ফুচকা পাওয়ার কথা, কিন্তু বিক্রেতা তাঁকে মাত্র চারটি ফুচকা দিয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েছেন তিনি। দ্রুতগতিতে চলতে থাকা গাড়ি উপেক্ষা করে বেশ কিছুক্ষণ...