বিশ্ববিদ্যালয়ের একটি র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নেই অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ৩২ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোনো র্যাংকিংয়ে স্থান পায়নি এই দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দ্য টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ শীর্ষ তিনে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তারা। তবে, গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থানে রয়েছে। গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ডারহাম বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের গণমাধ্যম ইনডিপেনডেন্ট-এর খবরে বলা হয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে, যা গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে এই প্রথমবারের মতো এই দুটি প্রতিষ্ঠানকে শীর্ষ তিনের বাইরে ঠেলে...