এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন আবারও সংবাদ সম্মেলন বাতিল করলো পাকিস্তান। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ে দলের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফের সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। একই সময়ে আইসিসি একাডেমিতে তিন ঘণ্টার অনুশীলনেরও সূচি ছিল পাকিস্তানের। অনুশীলন ঠিকই হবে বলে জানা গেছে, তবে সংবাদ সম্মেলন হঠাৎ করেই বাতিল ঘোষণা করা হয়। টানা দ্বিতীয়বার একই ঘটনা ঘটলো, যখন পাকিস্তান তাদের নির্ধারিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলন বাতিল করল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ‘মাস্ট উইন’ ম্যাচের আগেও তারা একই কাজ করেছিল। তখনই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে ‘হ্যান্ডশেক বিতর্ক’ তীব্রতর হয়। সেই অ্যান্ডি পাইক্রফটকে আবারও সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সরানোর দাবি তুলেছিল। ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে আগের...