লিভারপুলের খেলায় ছন্দের অভাব দেখা গেল যথেষ্ট। তাদের বেশিরভাগ আক্রমণও হলো ধারহীন। তবে এভারটনকে হারিয়ে জয়ের ধারা ঠিকই ধরে রাখল আর্না স্লটের দল। অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। রায়ান খাফেনবেখ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান উগো একিতিকে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। দ্বিতীয় হারের পর পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে এভারটন। ইতিবাচক শুরুর পর রায়ান খাফেনবেখের নৈপুণ্যে দ্রুত গোলও পেয়ে যায় লিভারপুল। মোহামেদ সালাহর থ্রু বল ডি-বক্সে শূন্যে থাকা অবস্থায় দারুণ কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন এই ডাচ ডিফেন্সিভ-মিডফিল্ডার। দ্বিতীয় গোলেও জড়িয়ে খাফেনবেখের নাম। তার বাড়ানো পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু...