দরপতনে বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে কমেছে মূলধন। এ সময় বাজার মূলধন হারিয়েছে ১৪৬ কোটি টাকা। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ শেয়ারবাজারে পতন হলো। এছাড়া লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও কমেছে। বিদায়ী সপ্তাহজুড়ে উত্থান-পতন ছিল ঢাকার শেয়ারবাজারে। ৩ কার্যদিবসেই মূল্যসূচকের পতন হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক মাত্র ৪ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৯–এ। এ সময় লেনদেনের গতিও কমেছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩ হাজার ৫০৫ কোটি টাকার লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেন ছিল ৫ হাজার ৭৪৮ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার কোটি টাকার বেশি। গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ১৪৬ কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল...