সর্বশেষ ম্যাচের দুজন বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।অঙ্ক মেলাতে আজ পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়েই নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে। সুপার ফোরের প্রথম ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এবারের এশিয়া কাপের দুদলের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। সে ম্যাচে শ্রীলঙ্কা জেতে ৬ উইকেটে। টস ভাগ্যর মতো আজ ফলও কি বাংলাদেশের পক্ষে আসবে? দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত চারটি টি–টোয়েন্টি খেলেছে। এই চার ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটিতে, হেরেছে দুটিতে। বাংলাদেশের জয় দুটি ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এই...