দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইউএস সাউদার্ন কমান্ডের দায়িত্বরত এলাকায় কথিত মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তোলার পর থেকে ওই অঞ্চলে ট্রাম্প কথিত মাদকবাহী নৌযানের ওপর এটি মার্কিন বাহিনীর তৃতীয় হামলা। এতে ওই নৌযানে থাকা তিনজন নিহত হয়েছেন বলে ট্রাম্প জানিয়েছেন। ওই অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠানোর পর ট্রাম্প প্রশাসন ১০টি এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানকে ওই সমাবেশে যোগ দেওয়ার নির্দেশ দেয়। এরপর গত শনিবার পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমানকে ওই অঞ্চলের দ্বীপ পুয়ের্তো রিকোতে নামতে দেখা যায়। শুক্রবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তার নির্দেশে পেন্টাগন হামলাটি চালায়। এতে ‘নৌযানটিতে থাকা ৩ পুরুষ মাদক সন্ত্রাসী’ নিহত হয়। তিনি বলেন, “গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি অবৈধ মাদক পাচার...