২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম ভারতের প্রথম ও বিশ্বের ২৫তম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১শ উইকেট শিকারের ক্লাব নাম লিখিয়েছেন বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১শ উইকেট পূর্ণ করেন আর্শদীপ। ম্যাচের শেষ ওভারের প্রথম বলে ওমানের ভিনায়েক শুক্লাকে শিকার করে ১শতম উইকেট নেন তিনি। ২০২২ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় আর্শদীপের। ৬৪ ম্যাচে ক্যারিয়ারের ১শ উইকেট শিকার করেছেন তিনি। টি-টোয়েন্টিতে দ্রুত ১শ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে নাম লিখিয়েছেন আর্শদীপ। আর্শদীপের পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল। ৮০ ম্যাচে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি। তৃতীয় স্থানে থাকা হার্ডিক পান্ডিয়ারও উইকেট সংখ্যা ৯৬। তবে...