২০২৫ ব্যালন ডি’অর গালা সোমবার প্যারিসে অনুষ্ঠিত হবে। আর বার্সেলোনার বড় একটা প্রতিনিধি দল তাতে অংশ নেবে। আর এতো বড়ো প্রতিনিধি দলের অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে বার্সেলোনার কয়েকজন এবার ব্যালন ডি'অরের বিভিন্ন ক্যাটাগরি জিততে যাচ্ছেন। পুরুষদের ব্যালন ডি’অরের জন্য লামিনে ইয়ামাল অন্যতম প্রধান প্রার্থী। এছাড়াও ৩০ জনের তালিকায় জায়গা পাওয়াদের মধ্যে আছেন রাফিনহা, পেদ্রি, পাও কুবারসি ও রবার্ট লেভানডস্কি। তবে পেদ্রি ও লেভানডফস্কি যাচ্ছেন না প্যারিসে। আর পাও কুবারসির সম্ভাবনা আছে উদীয়মান ফুটবলারের পুরস্কার কেপা ট্রফি জেতার। এছাড়া দলীয় কোচ হ্যানসি ফ্লিক, যিনি ‘সেরা কোচ’...