বিনোদন ডেস্কঃশুটিং করতে গিয়ে চোট পেয়ে আহত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শুক্রবার এই ঘটনা ঘটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে পাঠান পরিচালক। চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে নায়ককে। দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন নায়কের অনুরাগীরা। তাদের প্রত্যেকের দাবি, জুনিয়র এনটিআর-এর শারীরিক পরিস্থিতির কথা তাদের জানাতে হবে। সত্য গোপন করলে চলবে না। এরপরেই অভিনেতার পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সামান্যই চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর নয়। ভাল আছেন। শুধু চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন। পাশাপাশি এও অনুরোধ জানানো হয়, তারকার শারীরিক পরিস্থিতি নিয়ে যেন কোনও ভুয়ো খবর ছড়ানো না হয়। বড় ছবির পাশাপাশি খ্যাতনামীরা...