এশিয়া কাপের সুপার ফোরে নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সমীকরণ আর শঙ্কা কাটিয়ে এই লড়াইকে নতুন লড়াই বলা চলে নিঃসন্দেহে। গ্রুপ পর্ব পার করে সুপার ফোরের লড়াইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুদিন আগেও যাদের জন্য গলা ফাটিয়েছে গোটা বাংলাদেশের সমর্থকরা, সেখানে আজ তারাই প্রতিপক্ষ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় শুরু হবে লঙ্কা-বাংলা দ্বৈরথ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সঙ্গে অম্লমধুর সম্পর্ক ছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেই সুপার ফোরে খেলা কঠিন করে তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবার শ্রীলঙ্কার জয়ের কারণেই সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। এমন অবস্থায় শ্রীলঙ্কা-বাংলাদেশের এই লড়াইয়ে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? এই প্রশ্নের উত্তর অবশ্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দেবে না। কারণ টি-টোয়েন্টিতে...