ব্রাসেলস, বার্লিন, লন্ডনের হিথ্রোসহ ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোতে শনিবার (২০ সেপ্টেম্বর) চেক-ইন ও ব্যাগেজ ড্রপ সিস্টেমে ‘সাইবার সংক্রান্ত বিঘ্ন’ ঘটায় যাত্রীদের ভোগান্তি হয়েছে বলে এএফপিকে জানিয়েছে বিমানবন্দর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের এমইউএসই সফটওয়্যারে সাইবার সংক্রান্ত বিঘ্ন দেখা দিয়েছে।কমপক্ষে তিনটি ব্যস্ত ইউরোপীয় বিমানবন্দর এ সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফ্লাইট বিলম্ব ও বাতিলের সতর্কতা দিয়েছে। কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, এ বিঘ্ন শুধু ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে প্রভাব ফেলছে এবং ম্যানুয়াল চেক-ইন প্রক্রিয়ায় তা সামাল দেওয়া সম্ভব। ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতের ‘সাইবার হামলার’ পর শনিবার কমপক্ষে ১০টি ফ্লাইট বাতিল ও ১৭টি ফ্লাইট এক ঘণ্টারও বেশি দেরিতে ছাড়ে। সেখানে এখন কেবল ম্যানুয়াল চেক-ইন ও বোর্ডিং চলছে। যাত্রীদের ফ্লাইটের অবস্থা...