বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘স্পোর্টস কার্নিভাল’ শুরু হচ্ছে রোববার। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ব্র্যান্ড ‘কিউট’। এবার ৯ ডিসিপ্লিনের ১৪ ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো- আরচারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, কলব্রিজ, টোয়েন্টিনাইন ও শুটিং। সব খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। রোববার বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্পোর্টস কার্নিভাল উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএসপিএ’র...