স্বৈরাচার পালানোর পর অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচারা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোটে ধানের শীষের পক্ষেই রায় আসবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন সকাল থেকেই জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে। সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের রায় বিএনপির পক্ষে আনতে দলের...