২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। টিকিট কিনতে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। ফিফার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপে প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। গত শুক্রবার প্রি-সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিফা। প্রথম ধাপে শুধু ১৮ বছর বা তার বেশি বয়সি ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। বিশ্বকাপের টিকিট কেনার জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আয়োজক অন্য দুদেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আবেদন করেছেন। তবে দেশভিত্তিক আবেদনকারীর সংখ্যা প্রকাশ করেনি ফিফা। ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর...