নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে (১৪-১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বড় লেনদেন হয়েছে, যার মোট পরিমাণ ছিল ১২৪ কোটি ৩১ লাখ টাকা। এই লেনদেন শেয়ারবাজারের সামগ্রিক লেনদেনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার। সপ্তাহের শুরুতে রোববার ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ৯ কোটি ৫১ লাখ টাকা। পরের দিন সোমবার তা বেড়ে দাঁড়ায় ৪৩ কোটি ৪৮ লাখ টাকায়। এরপর মঙ্গলবার ২১ কোটি ১২ লাখ টাকা এবং বুধবার ২০ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে লেনদেন ছিল ৩০ কোটি ৫ লাখ টাকা। সপ্তাহের ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭২...