বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। হেয়ারকেয়ার ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে একটি শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। এবার এশিয়া কাপের আমেজে বাংলাদেশের জার্সি গায়ে দেখা গেল এই অভিনেত্রীকে। সুপার ফোরে আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের আগে তাঁর এই ছবি সামাজিকমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। টাইগারদের সমর্থন জানিয়ে দুই হাতে তিনি তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লোগো সম্বলিত পতাকা। ছবিটি সামাজিকমাধ্যমে শেয়ার করে হানিয়া লিখেছেন, ‘এসো বাংলা টাইগার্স!’ সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশ, পাকিস্তান ও ভালোবাসার ইমোজি। নেটিজেনরা বলছেন, বাংলাদেশের জার্সি পরিহিত ছবিটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) দিয়ে তৈরি করেছেন অভিনেত্রী। ছবিতে জেমিনির একটি লোগোও রয়েছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকায় এসেছেন হানিয়া আমির। প্রথমবারের মতো বাংলাদেশে আসার খবরটি সামাজিকমাধ্যমে...