রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহালের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সকাল থেকেই আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা বিভিন্ন স্লোগান সাথে কোটা প্রথা বাতিলের দাবি জানায়। দুপুরের দিকে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান প্রশাসনিক ভবন থেকে বের হয়ে গাড়ীতে উঠলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এসময় তিনি গাড়ী থেকে নেমে উপাচার্যের বাসভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা তার পিছু নিয়ে সেখানেও হাজির হয় এবং উপাচার্যের বাস ভবনে প্রবেশে বাধা দেয়। উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে শিক্ষার্থীরা তালা দিয়ে দেয়। বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসেন।...