আমাদের সমাজে কত ধরনের প্রেমের রসদ রয়েছে। প্রেমলীলা তেমনই একটি রসদের গল্প।এমনই গল্পে নতুন নাটক নির্মাণ করলেন নির্মাতা নাজনীন হাসান খান। যার রচনা ও চিত্রনাট্য করেছেন রাজীব মণি দাস। নাটকের গল্পে দেখা যাবে, জয়নাল একজন খ্যাতিমান শিল্পপতি। এক ছেলে এক মেয়েকে নিয়ে তার সংসার। সামির যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো, তখন নিধি নামে একটি মেয়ে তাকে খুব পছন্দ করতো। কিন্তু সামির কখনও ফিরেও তাকায়নি। সামির তার মায়ের পছন্দ মতোই বিয়ে করবে মনে মনে ভাবতো। নিধি হঠাৎ একদিন সামিরের বাসায় এসে হাজির। বাবা জয়নাল সাহেব নিধিকে খুব ভালো করে দেখছেন কিন্তু ছেলের বউ হিসেবে নাকি অন্যকিছু সেটা বোঝা যাচ্ছে না। অন্যদিকে সামিরের বিয়ের জন্য পাত্রি হিসাবে ঠিক করে ফেললো সামিরের মা রাখি। সামির বাসায় আসতেই নিধির কথা বলতেই আৎকে উঠে সে। কৌশলে...