সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী মাসে এক উচ্চপর্যায়ের সৌদি বাণিজ্য প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে। সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ জানিয়েছে, সৌদি আরবের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে। এই সফরটি সৌদি বিনিয়োগ এবং বাণিজ্যকে গতিশীল করতে বৃহত্তর একটি কৌশলের অংশ। গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা দুই দেশের দীর্ঘস্থায়ী নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। এই চুক্তি আসে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কাতারে হামলার পরপরই, যখন কূটনৈতিক পরিবেশ দ্রুত পাল্টে যাচ্ছে। সফরের আগে ইসলামাবাদে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...