রৌমারীর ফলুয়ারচর নৌঘাটে সপ্তাহ ব্যাপি গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা উপজেলা নৌকা খেলার পিপাসুরা অংশগ্রহণ করেন । গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের প্রতিযোগিতা উপভোগ করতে সকল পেশাজীবীর মানুষ ঘন্টার পর ঘন্টা রৌমারী উপজেলার ফলুয়ার চর নৌবন্দরে এসে আনন্দভোগ করতে হাজার হাজার দর্শনার্থীরা ভির জমায়। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই যেন গ্রামবাংলার এই খেলা জীবিত থাকে এমন দাবী গ্রামগঞ্জের সাধারণ মানুষদের। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার শেরেবাংলা, রৌমারী উপজেলার কাঠাল বাড়ীর , হাওয়ার তরী , রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মা বাবার দোয়া, গাইবান্ধা জেলার কামারজানীর বাংলার বাঘসহ চারটি নৌকার ফাইনাল প্রতিযোগিতা ছিলো। ফাইনাল ম্যাচে শেরেবাংলা এবং মা বাবার দোয়া, দুটি নৌকার ফাস্ট সেকেন্ডকেই সমানভাবেই জয়ী হওয়ায় দুটি নৌকার মালিককেই ফাস প্রাইজ মহিষ দিয়ে পুরস্কৃত করেন কমিটির। আয়োজনে রৌমারী উপজেলার...