২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম ভারতের বিহারের জেহানাবাদ জেলার ৬৫ বছর বয়সী মুসলিম সবজি বিক্রেতা মোহাম্মদ মহসিনকে বর্বরভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ৫ টাকা নিয়ে নগর পঞ্চায়েতের টোল কালেক্টর ভিকি প্যাটেলের সঙ্গে বিবাদের জেরে অপ্রাপ্তবয়স্ক নাতির সামনেই পিটিয়ে হত্যা করা হয় তাকে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাকো বাজারে এই ঘটনা ঘটে। মহসিন সেখানে প্রায় চার দশক ধরে সবজি বিক্রি করে আসছিলেন। মুসলিম এই বৃদ্ধের লাশ বাজারে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকলেও তার দিকে ঘুরেও দেখেনি কেউ। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মুসলিম সবজি বিক্রেতার স্থানীয় ঠিকাদারের সাথে সামান্য বিরোধ ছিল যে বিক্রেতাদের কাছ থেকে টাকা নিতো। দৈনিক কমিশন কম দেওয়া নিয়ে বিরোধের জেরে পিটিয়ে খুন...