খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গোলাবারুদ ও আনুষঙ্গিক উপকরণ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান। তিনি জানান, পানছড়ির দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসাবে শনিবার সকালে সেনাবাহিনীর টহল দল এলাকার ইউপিডিএফ দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এসময় ওই এলাকায় অবস্থানরত ১৫ থেকে ২০ জনের ইউপিডিএফের একটি সশস্ত্র দলের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কিন্তু এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফ-এর সশস্ত্র দলটি পালিয়ে যায়। তল্লাশি অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি...