আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নান্দনিক পারফরম্যান্সে বিশ্বের নজর কেড়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইপিএল সহ বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে ছোট দেশের বড় তারকার খ্যাতি লাভ করেন রশিদ খান। সাম্প্রতি সময়ে তার পারফরম্যান্স নিম্নমুখী। কথা বার্তায় লাগামহীন; বিভিন্ন মন্তব্যে অহংকার অহমিকা ফুটে উঠছে। চলতি এশিয়া কাপ থেকে বাদ পড়ায় তার পারফরম্যান্স, নেতৃত্ব এবং মাঠের বাইরের কিছু মন্তব্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এশিয়া কাপ শুরুর আগে রশিদ খান এক সাক্ষাৎকারে বলেন, ভারতের পর আফগানিস্তানই এশিয়ার দ্বিতীয় সেরা দল। এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার ফোরের আগেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে নুয়ান থুসারার বলে বোল্ড হয়েও রশিদ খান বুঝতে পারেননি! উল্টো আম্পায়ারের কাছে রিভিউ নেওয়ার ইঙ্গিত দেন, কারণ তিনি ভেবেছিলেন তিনি...