মাস যায়, বছর ঘুরে; কিন্তু নেইমারের চিত্রটা যেন একই থেকে যাচ্ছে। ফিটনেস সমস্যার কারণে সর্বশেষ ব্রাজিল শিবিরে ছিলেন অনুপস্থিত। স্বপ্ন ছিল বিশ্বকাপের আগে ছন্দে ফেরার, কিন্তু আপাতত সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। গত রাতেই সান্তোস ক্লাব জানায়, অনুশীলনের সময় তাদের নাম্বার টেন নেইমার নতুন করে চোট পেয়েছেন। পরে চিকিৎসা পরীক্ষায় ধরা পড়ে, তার ডান উরুর ‘রেক্টাস ফেমোরিস’ পেশিতে আঘাত লেগেছে।আরো পড়ুন:ক্যান্সারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো৬ বছর পর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া ক্যান্সারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ৬ বছর পর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া ব্রাজিলিয়ান সাংবাদিক লুকাস মিনারেলির তথ্য...