শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অপপ্রচার করা হচ্ছে। অথচ, বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো, সবই দিয়েছে। আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা লড়াই করে, সংগ্রাম করে বাংলাদেশে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব। আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন।” শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আরো পড়ুন:বদরুদ্দীন উমর কখনো কম্প্রোমাইজ করেননি: ফখরুলবিপ্লব সফল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে: ফখরুল জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে মির্জা ফখরুল বলেন, “আজকে একটি সুযোগ এসেছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার, আমাদের নেতা তারেক...