গাজা শহরকে সম্পূর্ণরূপে দখল করার জন্য ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ গাজার ইসরায়েলি মনোনীত ‘মানবিক অঞ্চল’-এর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানিয়েছেন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। কারণ এলাকাগুলো ক্রমশ আরো বেশি লোকে ভরে যাচ্ছে। বিবিসি জানিয়েছে, এই মানবিক জোনের তাঁবুতে দুটি ইসরায়েলি হামলায় দুই শিশু নিহত এবং অন্যরা আহত হয়েছে, যা নিরাপত্তা নিয়ে আরো প্রশ্ন তুলেছে। চলতি সপ্তাহে দক্ষিণ গাজায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সিলভিয়া আল-শুরাফি। তিনি বলেন, “আমরা এত কঠিন পরিস্থিতিতে বাস করছি যে একটি প্রাণীও তাদের (ইসরায়েলি বাহিনী) হাত থেকে বাঁচতে পারে না। আমরা ভেবেছিলাম যে তারা যে মানবিক এলাকার কথা বলছিল সেখানে পানি ও তাঁবু থাকবে। আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা নিজেদের শুনতে বাধ্য করেছিলাম, কিন্তু আমরা শেষ পর্যন্ত রাস্তায় বাস করতে বাধ্য হয়েছি। এটা খুবই অন্যায্য।” খান...