ফাহমিদুর রহমান ফাহিম, রাবি ||রাইজিংবিডি.কম দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। ৩৫ বছর পর এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ ও উদ্দীপনা। ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট ৩২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ১৮ জন। ঘোষিত ১১টি প্যানেলের মধ্যে ১০ টিতেই ভিপি প্রার্থী রয়েছে।আরো পড়ুন:রাজশাহী বিশ্ববিদ্যালয়: পোষ্য কোটা নিয়ে ছাত্র-শিক্ষক হাতাহাতিরাকসু নির্বাচনে কোন হলের শিক্ষার্থীরা কোথায় ভোট দেবেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়: পোষ্য কোটা নিয়ে ছাত্র-শিক্ষক হাতাহাতি রাকসু নির্বাচনে কোন হলের শিক্ষার্থীরা কোথায় ভোট দেবেন? প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকে গোটা ক্যাম্পাসজুড়ে এক ধরনের নির্বাচনী উত্তেজনা বিরাজ করছে। আবাসিক...