চট্টগ্রাম:বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ শিডিউল কার্যকরের সময় এক মাস পেছানোর কথা জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্ত জানান। বন্দর অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এ কর্মশালার আয়োজন করে। উপদেষ্টা বলেন, বন্দরের ট্যারিফ এক মাস লিভ (ছাড়) দেওয়ার ব্যাপারে চেয়ারম্যান সম্মত হয়েছেন। তিনি বলেন, কেউ কেউ বলছেন, বন্দর দিয়ে দেবে। বন্দর কাকে দেবে আমরা! অপারেটর নিয়োগ দেব। দুনিয়াতে অনেক বড় বড় অপারেটর আছে। যারা ১৩০, ১৪০, ১৮০ বন্দর অপারেট করে। কর্মশালায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বন্দর...