বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এ দায়িত্ব দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। সালমা খাতুন ২০১১ সালের ২৬ নভেম্বর সাভারে আইসিসি নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর এক যুগের বেশি সময় জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দীর্ঘ সময় দলের অধিনায়কত্বও করেছেন। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ৯ জুলাই, ভারতের বিপক্ষে মিরপুরে একটি টি-টোয়েন্টি ম্যাচে। জাতীয় দলের হয়ে সালমা খেলেছেন ৪৬টি ওয়ানডে ও ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ১,১২৫ রান, আর বল...