বৃটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। হ্যারি পটার চরিত্র দিয়ে বিশ্বব্যাপী তারকাখ্যাতি পেয়েছেন তিনি। এরপর কাজ করে প্রশংসিত হয়েছেন আরও কিছু সিনেমায়। তার ভক্তদের জন্য একটি খারাপ খবর, মার্ভেলের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। সত্তর দশকের ক্লাইম্বিং ড্রামা সিনেমায় তার অভিনয়ের কথা ছিল। সেই সিনেমা থেকে তাকে বাদ দিয়ে তার স্থানে রাখা হয়েছে মার্ভেলের পরিচিত অন্য এক অভিনেতাকে। সোমবার সংবাদমাধ্যমে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৪ সালে ড্যানিয়েল র্যাডক্লিফকে এবং এথান হককে ‘ব্যাটসো’ নামের সিনেমার দুই প্রধান চরিত্রে কাস্ট করা হয়েছিল। ছবিটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হবে। এখন নিশ্চিত হয়েছে, ‘দ্য হোয়াইট লোটাস’ সিজন ৩-এর ওয়ালটন গগিনস এবং ‘থান্ডারবোল্টস’ ছবির লুইস পুলম্যান এই দুই চরিত্রে অভিনয় করবেন। ২০১৯ সালে জেসিকা বাইলকে ব্যাটসোর সঙ্গী ও ইয়োসেমাইট ক্লাইম্বিং কমিউনিটির সদস্য বেরিল নাথ হিসেবে...