দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অব বাংলাদেশ (টেজাব) প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজনে পরিবারের সঙ্গে অংশ নেন সংগঠনের সদস্যরা। বর্ষপূর্তির শুরুতে প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন (১৯ সেপ্টেম্বর) উপলক্ষে তার জনপ্রিয় চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’ প্রদর্শিত হয়। প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখার মধ্য দিয়ে স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এবং চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের বিশিষ্টজনেরা। একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অব নিউজ শফিক আহমেদ টেজাবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রথম বর্ষপূর্তি দেশের বিনোদন সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” নাজমুল আলম রানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ জানান, টেজাবের মূল...