দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচন ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানের কার্যক্রম। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও অরাজনৈতিক জোটগুলো থেকে ১১টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এসব প্যানেল, সংগঠন বা জোট থেকে শীর্ষ তিন পদসহ প্যানেলে কারা আছেন এ তথ্য এখন শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। ১. ছাত্রদলের প্যানেলচাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্পোর্টস সাইন্স শিক্ষার্থী মো. শাফায়াত। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিক।...