বিধ্বংসী ব্যাটিংয়ে আলো ছড়ালেন বেথ মুনি। প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। সঙ্গে জর্জিয়া ভল ও এলিস পেরি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ভারত নারী দলের বিপক্ষে রেকর্ড পুঁজি গড়ল অস্ট্রেলিয়ার মেয়েরা। দিল্লিতে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪১২ রান করে ৪৭.৫ ওভারে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই সংস্করণে এটি তাদের যৌথ সর্বোচ্চ। আগেরটি তিনি ২৮ বছর আগে, ১৯৯৭ সালের বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে। ওয়ানডেতে এই দুইবারই চারশ রান স্পর্শ করতে পারল অস্ট্রেলিয়া। এই সংস্করণে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটি নিউ জিল্যান্ডের। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৯১ রান করেছিল তারা।...