ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাইয়ে দলের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফকে সংবাদ সম্মেলনে হাজির হওয়ার কথা ছিল। একই সময়ে তিন ঘণ্টার জন্য আইসিসি একাডেমিতে পাকিস্তানের অনুশীলনও নির্ধারিত ছিল। অনুশীলন যথারীতি হবে, তবে সংবাদ সম্মেলন আর হচ্ছে না। কারণ স্পষ্ট নয়, তবে টানা দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যায়নি দলটি। তখনই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে “হ্যান্ডশেক বিতর্ক” নিয়ে উত্তেজনা চলছিল। পাইক্রফটই আবার রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বে থাকছেন। যদিও এর মধ্যেই বিষয়টি শান্ত করার চেষ্টা করেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে কোচ, অধিনায়ক, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারদের সঙ্গে পাইক্রফটের বৈঠক করানো...