এশিয়া কাপে এক করমর্দন ইস্যুতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছিল পাকিস্তান। সেই ধারা ধরে রাখলো সুপার ফোর পর্বেও। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করেছে সালমান আলীর দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তান দলের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফের সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। একই সময়ে আইসিসি একাডেমিতে তিন ঘণ্টার অনুশীলনও নির্ধারিত ছিল। অনুশীলন হলেও সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। কেন হঠাৎ করে সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে, সেটি এখনও পরিষ্কার নয়। তবে এ নিয়ে পরপর দুই ম্যাচে সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামার আগেও সংবাদ সম্মেলনে আসেনি তারা। তখনই চলছিল রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্ক। এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন সেই...