বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ আসছে দেশের প্রেক্ষগৃহে। ফেইসবুকে এক পোস্টে মেহজাবীন বলেছেন, ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘সাবা’ মুক্তির খবর জানিয়ে মেহজাবীন লিখেছেন, “এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন—এ গল্প তার জন্যও।” সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন গ্লিটজকে কদিন আগে বলেছিলেন, “অবশেষে দেশের মানুষকে 'সাবা' সিনেমার গল্পটা দেখাতে প্রস্তুত। আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম দেশে কবে সিনেমাটি মুক্তি দেওয়া যায়। এটা আমাদের দেশের গল্প, খুব ইমোশনাল একটা গল্প। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি উৎসবে প্রশংসা পেয়েছে। এবার দেশের মানুষ গল্পটি কীভাবে নেয় সেটি দেখার অপেক্ষায়।" সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা মাকসুদ হোসাইন ও তার স্ত্রী ত্রিলোরা খান। মুক্তির তারিখ জানিয়ে মাকসুদ বলেন, প্রায় পঁচিশ বছর আগে ঢাকায় তার স্ত্রী ত্রিলোরা খান...