ক্রিকেটে ‘উইনিং কম্বিনেশন’ একটা অন্যরকম ‘মোহ’। যে ১১ জনকে নিয়ে জয় ধরা দেয়, জয়ের ধারা অব্যাহত রাখতে সেই ১১জনকেই পরের ম্যাচে রাখা হয়ভ। বলা হয়, এই একাদশ ভাঙ্গা যাবে না। এমন একটা মানসিকতা কাজ করে বেশির ভাগ টিম ম্যানেজমেন্টের মধ্যেই। একাদশ ভাঙতে চায় না বেশিরভাগ টিম ম্যানেজমেন্ট। আজ এশিয়া কাপের সুপার ফোরের প্রথমদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টেরও এমন কোন ‘মোহ’ থাকবে কি? দুইদিন আগে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ৮ রানের সংগ্রামী জয়ের পর আজ শনিবার দুবাই স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষেও কী সেই একাদশ নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল? প্রশ্নটি অনেকের মুখে মখে। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সংস্কার মানেন। বাংলাদেশ ম্যানেজমেন্টও যদি সংস্কারের বশবর্তী হয়ে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দল সাজায়, তাহলে কোন কথা নেই। তবে ক্রিকেটীয় যুক্তি, ব্যাখ্যা-বিশ্লেষণ মানলে, আজ...