নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। এখন তিনি অভিনয় থেকে দূরে, পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটান। তার দুই মেয়ে—নামিরা নাঈম দেশে থেকে পোশাক ব্যবসা শুরু করেছেন, আরেকজন মাহাদিয়া নাঈম বর্তমানে দেশের বাইরে। সম্প্রতি নামিরার সঙ্গে দেখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে একসঙ্গে টানা সাড়ে তিন ঘণ্টা সময় কাটিয়েছেন তারা। প্রসঙ্গ উঠতেই নামিরা জানান, ইউটিউবার রাফসান দ্য ছোটভাইয়ের একটি ভিডিও ভ্লগের শুটিংয়ের সূত্রেই এ পরিচয়। রাফসানের ইচ্ছা ছিল আহসান মঞ্জিলে ভ্লগের শুটিং করা, আর সেই আয়োজনেই নামিরার সঙ্গে যুক্ত হয়েছিলেন হানিয়া। নামিরা বলেন, ‘রাফসান একটি ভিডিও ভ্লগ বানাবে, তার ইচ্ছা ঢাকার আহসান মঞ্জিলে সেটির শুটিং করবেন। কীভাবে যেন জেনেছে, আমাদের সঙ্গে নবাব পরিবারের সম্পর্কের কথা। এরপর আমার সঙ্গে কথা বলে। তারপর শুটিংয়ের অনুমতি...