আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো সব ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন নারী অফিসিয়ালরা। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ ৯টি ম্যাচের দায়িত্ব পালন করবেন তিনি। এর মধ্যে মূল আসরে ৪টি ম্যাচে মাঠে আম্পায়ারিং করতে দেখা যাবে তাকে। মাঠের আম্পায়ারের পাশাপাশি টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় দেখো যাবে জেসিকে। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের আম্পায়ার্স প্যানেলের সবাই নারী। বিশ্বকাপে বাংলাদেশ থেকে প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন জেসি। বিশ্বকাপ শুরুর আগে ২৫ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। সাথিরার বিশ্বকাপ যাত্রা শুরু হবে উদ্বেধনী ম্যাচ দিয়ে। ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন। এরপর আরও চারটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দেখা...