এশিয়া কাপের গ্রুপ পর্বেআফগানিস্তান ম্যাচেবাংলাদেশের বোলিং বিভাগ দেখে খটকা লেগেছিল অনেকেরই। সুপার ফোরে ওঠার পর সেই খটকাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—বাংলাদেশের পাঁচ নম্বর বোলার কে? কিংবা আদৌ কোনো পাঁচ নম্বর বোলার খেলাবে তো বাংলাদেশ? দুবাইয়ে আজ সুপার ফোরে বাংলাদেশের প্রথম পরীক্ষা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই ম্যাচের আগেও এ বিষয়টা আলোচনায় আছে। বাংলাদেশ পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। প্রতিপক্ষ, কন্ডিশন, দলের শক্তি—সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বিষয়টি আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আফগানিস্তান ম্যাচেই সেটা স্পষ্ট হয়ে গেছে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল বাঁচা–মরার লড়াই। এমন ম্যাচে বাংলাদেশ নামল চার বিশেষজ্ঞ বোলার নিয়ে—নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুজন স্পিনার, দুজন পেসার। ১৫৪ রানের পুঁজি...